Tuesday, 19 March 2019

টমেটো সস



উপকরণ:
     টমেটো              ১ কেজি
     এলাচি              ৩/৪ টা (গুড়া করে দিলে ভাল হয়)
     দারুচিনি                ৩/৪ টুকরা (গুড়া করে দিলে ভাল হয়)
     লবণ               ১ চা চামচের কম
     চিনি               ৪/৫ টেবিল চামচ
     মরিচ গুড়া          ১ চিা চামচ
     ভিনেগার                হাফ কাপ



প্রণালী:
     টমেটো গুলো ধুয়ে কেটে নিন।হাফ কাপ পানি দিয়ে চুলায় হালকা আঁচে সিদ্ধ দিন।এলাচি ও দারুচিরি গুড়া দিন।ঢাকনা দিয়ে ঢেকে দিন।এভাবে ৩০/৪০ মিনি চলুক।পানি শুকিয়ে টমেটো নরম হয়ে গেলে ঘুটনি দিয়ে ঘুটে নিন।চুলা নিভিয়ে দিন এবার এটাকে ঠান্ডা করে ছাকুনি দিয়ে ছেকে নিন।টমেটো পেষ্ট তৈরি হয়ে গেল।আবার চুলায় হালকা আঁচে বসিয়ে দিন।লবণ দিন।চিনি দিন।মরিচের গুড়া দিন।হাফ কাপ ভিরেগার দিন এবং ভাল করে মিশিয়ে দিন।ঢাকনা দিয়ে চুলার পাশেই থাকুন।কাঠের খুন্তি দিয়ে নাড়তে থাকুন।পেষ্টের ঘনত্ব কেমন রাখবেন নিজেই নির্ধারণ করুন।এই সময় স্বাদ দেখে নিন লবণ চিনির যদি প্রয়জন হয় দিয়ে দিন।ব্যস হয়ে গেল পরিবেশনের জন্য প্রস্তুত।আপনি চাইলে ঠান্ডা করে বোতলে ভরে রাখতে পারেন।

পেয়ারার জেলি


উপকরণ:
     পাকা পেয়ারা       ২ কেজি
     চিনি             ১ কেজি
     লেবুর রস         দেড় টেবিল চামচ
     ফুড কালার        অল্প
     লবণ             ১ চিমটা




প্রণালী:
     পেয়ারা ধুয়ে টুকরো করে কেটে নিন।চুলায় ১ টি হাড়িতে ১৫ কাপ পানি দিয়ে পেয়ারাগুলো সিদ্ধ দিন।চুলায় আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে এবং পেয়ারা একদম সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।ছাকনিতে অথবা পাতলা পরিষ্কার কাপড়ে পেয়ারা গুলো ঢেলে নিন।ছাকনির নিচে একটা পাএ রেখে নিন।এবার পেয়ারা থেকে চেপে ভাল করে রস বের করে নিন।পাএটি চুলায় দিয়ে মাঝারি আঁচে চিনি দিয়ে নারতে থাকুন।ঘন হয়ে ফেনা উঠলে লেবুর রস দিয়ে নামান।ঠান্ডা করে বয়ামে ভরে রাখুন।ফ্রিজে রেখে দিলে বহুদিন ভাল থাকে পেয়ারার জেলি।সকালে নাস্তায় পাউরুটির সাথে পরিবেশন করুন মজাদার পেয়ারার জেলি।

বাড়িতে তৈরি কমলার জেলি


উপকরণ:
     কমলা              ১০ টি
     চিনি               ৩ কাপ
     চায়না গ্রাস          চা চামচ
     জাফরান বা জর্দা    রং  ২ চিমটি
     পানি               ২ কাপ
     কমলার খোসা কুচি   হাফ কাপ




প্রণালী:
     প্রথমে কমলাগুলো ভালোমত ধুয়ে খোসা ও বিচি ছাড়িয়ে নিন।তারপর ছাড়ানো কমলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে কেবল রসটা ছেকে নিন।একটি পরিষ্কার ডিসে সব উপকরণ একসাথে নিয়ে চুলায় জ্বাল দিন।টগবগে জ্বালে নয় মাঝারি আঁচে।আস্তে আস্তে ঘন আঠালো হয়ে এলে কমলার খোসা কুচি গুলো ছেরে দিন।কিছুখন নারাচারা করে ঘন হলে নামিয়ে ফেলুন।তরল জেলিতে চামচ ডুবান।তারপর আঙ্গুল দিয়ে দাগ কাটুন।যদি দাগটি স্থির হয়ে যায় তবে বুঝবেন জেলি তৈরি।তারপর পছন্দ মত কাঁচের পাত্রে ঢেলে নিন তরল থাকতেই।কেননা এটা জমে যাবে।ভাল করে ঠান্ডা করে সংরখন করুন।

মৌ বন


উপকরণ:
     ছানা        ১ কাপ
     ময়দা       ২ চা চামচ
     চিনি        ১ চা চামচ
     এলাচ গুড়া    ১/৪ চা চামচ
     কেকো পাউডার ১ চা চামচ
     চিনি        ২ কাপ
     পানি        ৩ কাপ
     মালাই       ১ কাপ
     গুড়া দুধ     ১/২ কাপ


প্রণালী:
     মালাই ও গুড়াদুধ একসাথে মিশাতে হবে।সফট ডো এর মত হবে।চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা করে নিতে হবে।ছানা, ময়দা, চিনি, কেকো পাউডার, এলাচ গুড়া দিয়ে একসাথে মিশাতে হবে।এবার ৫-৬ ভাগ করে চমচম এর আকার করে গরম শিরায় ছারতে হবে।প্রথমে একটু বেশি আঁচে ১৫ মিনিট তারপর মাঝারি আঁচে ২০-২৫ মিনিট ডেকে রাখতে হবে।পানি কমে গেলে পানি দিতে হবে।বাদামী রং হয়ে গেলে চুলা বন্ধ করে ১/২ ঘন্টা সিরায় রেখে দিতে হবে।এবার সিরা থেকে মিষ্টি তুলে মালাই এর মিশ্রণ টি হাত দিয়ে চেপে লাগাতে হবে।তারপর মাওয়া/গুড়াদুধ এ গড়িয়ে নিতে হবে।

ব্রেড রসমালাই


উপকরণ:
     পাউরুটি                ৬ পিস
     বাদামকুচি          ২ টেবিলচামচ
     ঘি               ২ টেবিলচামচ
মালাই এর জন্য:
     দুধ              ২ কাপ
     কন ডেন্সড মিল্ক     ১ কাপ
     বাদামকুচি          ২ টেবিলচামচ
     এলাচগুড়ো         ১/২ চা চামচ



প্রণালী:
     মালাই এর উপকরণ একটি ডিসে নিয়ে চুলায় জ্বাল দিতে হবে।ফুটিয়ে কিছুখন রেখে নামিয়ে রাখতে হবে।পাউরুটির পাশ কেটে পানিতে ভিজিয়ে নিতে হবে।সাবধানে তুলে হাত দিয়ে চেপে পানি ফেলে দিতে হবে।কিছু বাদাম মাঝখানে দিয়ে চারিদিক থেকে ঢেকে পাউরুটি কাবারের আকারে বানিয়ে নিতে হবে।প্যনে ঘি দিয়ে হালকা ভেজে নিতে হবে।প্লেটে তুলে উপরে মালাই ঢেলে দিতে হবে।

লালমোহন


উপকরণ:
     গুড়া দুধ          আধ কাপ
     ময়দা             ১ কাপের ৪ ভাগের ১ ভাগ
     ব্রেকিং পাউডার      ১ চা চামচ
     ঘি               ২ টেবিল চামচ
     ফেটানো ডিম       ২ টি
     চিনি             ৩ কাপ
     পানি             ৫ কাপ
     তেল             ভাজার জন্য
     মাওয়া            পরিমাণ মত




প্রণালী:
     ময়দা, ব্রেকিং পাউডার, গুড়া দুধ একসঙ্গে মিশিয়ে নিন।এর মধ্যে ১ চামচ ঘি মিশিয়ে ভাল করে ময়দা ঝুরঝুরা করে নিন।আলাদা বিাটিতে ডিম ফেটিয়ে ময়দার মিশ্রণে পরিমাণগত ডিম দিয়ে চামচের সাহায্য ফেটিয়ে নিন।এবার মিষ্টি রাখার বাসনে এবং হাতেও ঘি মেখে নিন।পরিমাণ মত মিশ্রণ হাতে নিয়ে লালমহন আকারে বানান।চুলায় তেল প্রথমে গরম করে নিন।তারপর ঐ তেলে মিষ্টি দিয়ে মৃদ আঁচ দিন।খেয়াল রাখবেন তেল যেন বেশি গরম না হয়।তাহলে কিন্তু মিষ্টি ভাজতে গেলে পড়ে যাবে।লালমোহনের রং লালচে হলে নামান।এবার চুলায় সিরা ফুটে উঠলে মিষ্টি দিয়ে ঢেকে দিন।১৫ মিনিট পর ১ চামচ ঘি দিয়ে নামান।৩-৪ ঘন্টা পর সিরা থেকে তুলে মাওয়া ছাড়িয়ে পরিবেশন করুন।

প্রেসার কুকারে তৈরি রসগোল্লা



উপকরণ:
     দুই লিটার দুধের ছানা
     পানি ৬ কাপ
     গোলাপ জল সামান্য
     চিনি পরিমাণ মত



প্রণালী:
     প্রেসার কুকারে ৬ কাপ পানিতে চিনি দিয়ে চুলায় দিন।সিরা তৈরি হলে চুলার আঁচ কমিয়ে দিন।সর্ম্পুণ ছানা হাতের তালু দিয়ে মেখে নিন।ছানা ২০-২৫ ভাগ করে গোল গোল করে রাখুন।সব ছানার বল একসঙ্গে সিরায় দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটি শিষ দিন। এবার নামিয়ে সিরাসহ রসগোল্লা একটি বড় বাসনে ঢালুন।১ চামচ গোলাপ জল দিন।ঠান্ডা হলে স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করুন।

সজনে ডাটা ও কুমড়ো বড়ির ঝোল


উপকরণ:
     সজনে ডাটা        ২-৩টা (লম্বা করে কাটা)
     বড়ি             ৪ টা
     আলু             ২ টা (লম্বা করে কাটা)
     টমেটো            ১ টা
     কালোজিরা         আধ চা চামচ
     মরিচ গুড়া         আধ চা চামচ
     হলুদ             আধ চা চামচ
     সরষে তেল         ২/৩ চামচ


প্রণালী:
     কড়াইতে তেল গরম করে বড়ি ভেজে আলাদা বাসনে তুলুন।বাকি তেলে কালজিরার ফোড়ন দিন।ডাটা আর আলু তেলের মধ্যে দিয়ে হালকা ভাবে নাড়ুন।এরপর হলুদ, মরিচ গুড়া , টমেটো কাটা ও লবণ দিয়ে নাড়তে থাকুন।পানি দিয়ে অল্প আঁচে ১০-১৫ মিনিট রাখুন।ডাটা আর আলু সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা বড়ি আর কাচাঁ মরিচ একসাথে দিয়ে মিনিট পাঁচেক ।অল্প আঁচে ঢাকা দিয়ে রাখি।হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

সজনে ডাটা ও রুই মাছের ঝোল


উপকরণ:
     সজনে ডাটা        ২৫০ গ্রাম
     রুই মাছ          ৫ টুকরো
     ডালের বড়ি        ১০ টি
     আদা বাটা         ১ চা চামচ
     জিরা বাটা         ১ চা চামচ
     হলুদ গুড়ো         ১ চা চামচ
     মরিচ গুড়ো        ১ চা চামচ
     মেথি             আধ চা চামচ
     তেজপাতা          ২-৩ টি
     ধনেপাতা                পরিমাণমত
     লবণ             সাবাদমত
     তেল             পরিমান মত



প্রণালী:
     প্রথমে কড়াইয়ে তেল দিয়ে বড়ি ভেজে নিই।এবার রুই মাছের টুকরো গুলোতে একটু লবণ ও হলুদ মখে অল্প সময় রেখে দিই।তারপর গরম তেলে ভেজে নেব।মাছ ভাজা তেলে মেথি ফোঁড়ন ও তেজপাতা দিয়ে সজনে ডাটা ও অল্প পরিমাণ লবণ দিয়ে অল্প তাপে ভাজতে হবে।ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে ভালভাবে কষিয়ে নিতে হবে।মশলা কষানো হয়ে গেলে ২ কাপ পানি দেই।সিদ্ধ হয়ে এলে নামানোর আগে কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে ২ মিনিটের মত রেখে নামিয়ে ফেলুন।

সজনে ডাটা ও চিংড়ি ঝোল


উপকরণ:
     সজনে ডাটা        হাফ কেজি
     আলু মাঝারি        ৩ টা(লম্বা করে কাটা)
     টমেটো            মাঝারি ২ টা
     চিংড়ি            কয়েকটা ছোট করে কাটা
     পেঁয়াজ কুচি        ২ টা
     রসুন বাটা         ১ টেবিল চামচ
     কাঁচা মরিচ         ২ টা
     মরিচ গুড়া         হাফ চামচ
     হলুদ গুড়া          হাফ চামচ
     লবণ             পরিমাণ মত
     তেল             পরিমাণ মত



প্রণালী:
     কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দেই হলুদ রং হলে তাতে টমেটো কেটে দিই তারপর সব মশলা দিয়ে কষিয়ে তাতে চিংড়ি মাছ দিই সামান্য কষিয়ে নিয়ে ১ কাপ পানি দিই।এবার সজনে ডাটা আর আলু গুলো দিয়ে নেড়ে কিছু সময়ের জন্য ঢ়াকনা দিয়ে রাখি।আরও ২ কাপ পানি দিয়ে ঢ়াকনা দিয়ে রাখি।সিদ্ধ হয়ে গেলে ঝোল কমিয়ে লবণ চেক করে বন্ধ চুলায় কিছুখন রেখে নামিয়ে ফেলুন।

মসুরির ডাল দিয়ে সজনে ডাটা


উপকরণ:
           সজনে ডাটা        ১ কেজি
           মসুরী ডাল         আধ কাপ
           টমেটো            ১ টা
           কাঁচা মরিচ         কয়েকটা
           পেঁয়াজ কুচি        আধ কাপ
           রসুন বাটা         ২ চা চামচ
           গুড়া মরিচ         ১ চা চামচ
           রসুন কুচি         ২ টেবিল চামচ
           গুড়া হলুদ          আধ চামচ
           ধনিয়া পাতা        আধ চামচ
           লবণ             পরিমাণ মত
           তেল             পরিমাণ মত




প্রণালী:
     সজনে ডাটা কেটে ধুয়ে নিন।মসুরী ডাল ভাল করে ধুয়ে ভিাজয়ে রাখুন এতে রান্নায় মসয় বাঁচবে।তেল গরম করে পেঁয়াজ কুচি , রসুন বাটা ভেজে তাতে মরিচ হলুদ গুড়া দিয়ে ভাল করে কষাতে থাকুন।তেল আলাদা হলে ১ কাপ পানি দিয়ে দিন।কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন।এবার ডাল দিন এবং ভাল করে নেড়ে কষিয়ে নিন।আরও ১ কাপ পানি দিয়ে ডাল ভাল করে সিদ্ধ করুন।প্রয়জনে আরও পানি দিতে পারেন এবং রং আপনার মনের মত হলে তাতে টমেটো ফালি করে দিয়ে দিন।ডাল না গললে ঘুটা দিতে পারেন।ব্যস হয়ে গেল মসুরী ডাল রান্না। ডাল হয়ে গেলে তাতে সজনে ডাটা দিয়ে দিন।সজনে ডাটা সিদ্ধ হতে মিনিট বিশেক সময় নিতে পারে।প্য়জনে ঢাকনা দিয়ে হালকা আঁচে রাখুন।এবার ধনিয়া পাতা দিয়ে দিন।ঘ্রাণ ও স্বাদ আরো বেড়ে যাবে।অন্য একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে ভাল করে গরম করুন এবং রসুন ভাজুন।হালকা হলুদ হলে তাতে সজনে ডাটা ডাল দিয়ে দিন।এটা হচ্ছে বাগার স্বাদ কয়েকগুন বেড়ে গেল।প্রয়জনে আরও কিছুখন হালকা আঁচে রেখে লবণ চেক করে নামিয়ে নিন।ব্যস হয়ে গেল সজনে ডাটা দিয়ে মসুরী ডাল রান্না।

সজনে লাউ নিরামিষ



উপকরণ:
     কচি লাউ          ১ টি
     সজনে ডাটা        ইচ্ছে মত
     সরিষা বাটা        ১ চা চামচ  
     আদা বাটা         আধা চা চামচ
     জিরা বাটা         আধা চা চামচ
     রসুন বাটা         আধা চা চামচ
     রসুন কুচি         অল্প
     পেঁয়াজ বাটা        আধ চা চামচ
     হলুদের গুড়া        আধা চামচ
     ধনিয়া পাতা কুচি    ২ টেবিল চামচ
     লবণ ও সরিষার তেল সামান্য



প্রণালী:
     প্রথমে লাউ, সজনে ডাটা ও আলু কেটে ভাল করে ধুয়ে রাখুন।তারপর কড়াইয়ে পরিমাণ মত তেলে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লালচে রং এ ভাজতে থাকুন।এবার উপরের মশলা গুলো পরিমাণ মত দিয়ে কষাতে থাকুন প্রায় ২ মিনিট।তারপর লাউ, সজনে ডাটা আর আলু মশলার মধ্যে দিয়ে নেড়ে ঢেকে দিন।কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে পরিমাণ মত পানি দিন।সবজি সিদ্ধ হয়ে গেলে মাখানো মাখানো ঝোল রেখে ধনিয়া পাতা কুচি দিয়ে ১ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন।

সজনে ডাটা দিয়ে আলু


প্রণালী:
     সজনে ডাটা        ৫০০ গ্রাম
     আলু             ১ টি
     পেঁয়াজ বাটা        ১ টি
     কাঁচা মরিচ বাটা          ৬-৮ টি
     জিরা গুড়া         ৩/৪ চামচ
     ধনিয়া গুড়া        ৩/৪ চামচ
     সরিষা বাটা        ১ চামচ
     হলুদ             পরিমাণ মত
     লবণ             স্বাদমত
     তেল             ১/৪ কাপ



প্রণালী:
     মধ্যমা আঙ্গুলের সমান মাপ নিয়ে সজনে ডাটা কেটে খোসা ছাড়িয়ে নিন।চাইলে আরও একটু লম্বা করতে পারেন।আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিন।প্যনে তেল হালকা গরম করে তাতে ডাটা, আলু ও সব উপকরণ একসাথে দিয়ে একমিনিট এর মত নাড়তে থাকুন।পরে এক কাপ পানি দিয়ে ঢেকে রাখতে হবে।রান্না করতে হবে যতখন পানি শুকিয়ে না যায়।এরপর ভাল করে কষিয়ে নিতে হবে।আরও দেড় কাপ পানি দিয়ে ৬-৭ মিনিট রান্না করতে হবে।

সরষে দিয়ে সজনে ডাটা


উপকরণ:
     সজনে ডাটা        ৫০০ গ্রাম
     পেঁয়াজ কুচি        ২ টা
     রসুন বাটা         ১ চামচ
     কাঁচা মরিচ বাটা          ২ চামচ
     সরষে বাটা        ১ চামচ
     জিরা বাটা         ১ চামচ
     লবণ             স্বাদমত
     হলুদ             পরিমাণ মত
     তেল             পরিমাণ মত



প্রণালী:
     প্রথমে সজনে ডাটা গুলো হলুদ ও লবণের পানি দিয়ে একটু ভাব দিয়ে পানি ঝরিয়ে নিন।এবার একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, মরিচ বাটা দিয়ে তেল ঢেলে দিন ও ভেজে নিন।তারপর সরষে বাটা ও জিরা বাটা একসাথে মিশিয়ে পানি দিয়ে ঢেলে দিন কড়াইয়ে তারপর লবণ , হলুদ দিয়ে ভালভাবে নারাচারা করুন।এবার ভাব দেয়া সজনে ডাটা গুলো ঢেলে দিন এবার ভালভাবে নেড়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিন ৩-৪ মিনিটের জন্য ঢাকনা দিয়ে।তারপর ঢাকনা তুলে নিন ও ভেজে নিন।পানি শুকিয়ে আসলে দেখে নিন সিদ্ধ হয়েছে কিনা।সিদ্ধ হলে নামিয়ে নিন ও পরিবেশন করুন।

লাউ পাতা ভর্তা


উপকরণ:
     লাউ পাতা         ১০ পিচ
     কাচা মরিচ         ৭-৮ টি
     রসুন কোয়া        ৪ পিচ
     পিয়াজ ফালি        ২ টি
     সরিষার তেল       ১ টেবিল চামচ



প্রণালী:
     লাউ পাতা ছোট করে কেটে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নেব এবার চুলায় একটি হাড়িতে লাউ পাতা ও অল্প পরিমাণ পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখবো।সিদ্ধ করে একটি বাটিতে লাউ পাতা গুলো ঢেলে বাটি সহ পানির মধ্যে বসাবো।ঢেকে রাখব কয়েকমিনিট।পাতা গুলো নরম হলে নামাবো।তারপর পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ ঢেলে দেবো।এবার সব সহ শিল পাটায় বেটে নেব বা ব্লেনডারে ব্লেনড করে নেব।তারপর পরিমাণ মত লবণ ও তেল মিশিয়ে নেব।এবার গরম ভাতের সাথে পরিবেশন করব।

কাচাঁ মরিচের ভর্তা


উপকরণ:    
কাঁচামরিচ          ১০-১৫ টা
রসুন             ৪-৫ টা
লবণ             স্বাদমত
সরিষার তেল       সামান্য
ধনেপাতা                অল্প পরিমাণ



প্রণালী:
     কড়াইয়ে উপরের সব উপকরণ দিয়ে ভালো করে ভেজে শিল পাটায় বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজার ঝাল ঝাল মরিচ ভর্তা।গরম ভাতে খুবই মজা।

চটপটি


চটপটি তৈরির উপকরণ:
     ডাবলি ডাল        ২৫০ গ্রাম
     আদা বাটা         হাফ চা চামচ
     রসুন বাটা         হাফ চা চামচ
     জিরা বাটা         হাফ চা চামচ
     কাঁচা মরিচ         ৪-৫ টি
     হলুদ             পরিমাণ মত
     লবণ             স্বাদমত
     তেল             সামান্য
     পিঁয়াজ কুঁচি        ৩-৪ টি
     ডিম সিদ্ধ          ১ টি
     চাট মসলা         ২-৩ চামচ
     আলু সিদ্ধ          ৫-৭ টি
     লেবু             ২ টি
     তেঁতুলের টক       পরিমাণ মত

তেতুলের টক তৈরির উপকরণ:
     তেঁতুল            ৮-১০ টি
     ভাঁজা ধনে গুড়া      ১ চামচ
     ভাঁজা জিরা গুড়া          ১ চামচ
     শুকনো মরিচ গুড়া    ১ চামচ
     লবণ             স্বাদমত
     চিনি             স্বাদমত



তেঁতেলের টক তৈরির প্রণালী:
     প্রথমে তেঁতুল গুলো পানিতে ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট।এবার হাত দিয়ে মেখে বিচি গুলো আলাদা করে নিন।অথবা কোন ছাকনি দিয়ে ছেকে নিন।তারপর তাতে তেতুলের টকের বাকি সব উপকরণ দিয়ে এক করে নিন।তৈরি হয়ে গেল মজাদার তেতুলের টক।

চটপটি তৈরির প্রণালী:
     প্রথমে ডাবলি ডাল গুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে ৪-৫ ঘন্টা।এবার ডাল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা,  হলুদ, লবণ ও কাচাঁ মরিচ দিয়ে প্রেসারকুকারে সিদ্ধ করতে দিন।আপনি চাইলে অন্য ডিসে সিদ্ধ করতে পারেন।তবে এতে সময় বেশি লাগবে।ডাবলি ডাল গুলো এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন কিছু ডাল ভেঙ্গে যাবে এবং বেশির ভাগই গোটা থাকবে।অর দিকে আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিন।এরপর একটি কড়াই বা প্যানে পরিমাণ মত তেল দিয়ে পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিন।তাতে প্রথমে ভেঙ্গে রাখা আলু গুলো দিন।কিছুখন নাড়ার পর তাতে সিদ্ধ করা ডাবলি ডাল গুলো দিন এবং এক এক করে চাট মশলা, ডিম সিদ্ধ, বানিয়ে রাখা তেতুলের টক অর্ধেক টা, লেবুর রস দিন।খুব ভালো করে মিক্স করুন এবং পানি কমে এলে নামিয়ে ফেলুন।তৈরি হয়ে গেল আপনার চটপটি।

Friday, 15 March 2019

চমচম

উপকরণ:
     ছানা        ১ কাপ
     ময়দা       ১ চা চামচ
     সুজি        ১ চা চামচ
     চিনি        ১ চা চামচ
সিরার জন্য:
     চিনি        ২ কাপ
     পানি        ৪ কাপ
     এলাচ       ২-৩ টা মুখ খোলা
     মাওয়া       ২ টেবলি চামচ (সাজানোর জন্য)


          
প্রনালী:
     ১.পানি ঝরানো ছানায় ১ চামচ ময়দা , ১ চামচ সুজি, ১ চামচ চিনি দিয়ে হাতরে তালু দিয়ে ঘষে গষে মাখাতে হব ১০-১৫ মিনিট, ছানা মসৃণ হব এবং হাতে তেল তেল হবে।
     ২.এবার পছন্দ মত শেপ করতে হবে তবে একটু বড় বড় করলে ভাল হয়, মিষ্টির বাইরের অংশ মসৃণ করতে হবে।ফেটে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে।
     ৩.এবার চুলায় একটি গভীর বাসনে ২ কাপ চিনি আর ৪ কাপ পানি ও এলাচ দিয়ে বসাতে হবে ও সিরাতে বলক আনতে হবে।
     ৪.মিষ্টি গুলো বলক আসা সিরায় ছেড়ে দিতে হবে।এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে মাঝারি আঁচে আঁধ ঘন্টা রেখে দিতে হবে।আধা ঘন্টা পর ঢাকনা তুলে দেখতে হবে পানি টেনে গেল কিনা, যদিও পুরো টানে না তবে সিরা যদি অর্ধেকের বেশি কমে যায় এবং লাল হয়ে যায় তবে আধ কাপ গরম পানি দিয়ে আবার ঢেকে দিতে হবে।
     ৫.আবার ১৫ মিনিট পর খুব সাবধানে মিষ্টি একবার উল্টে দিতে হবে কারণ সিরা লাল হয়ে মষ্টিতে রং হতে থাকে।এবার জ্বাল কম করে দিয়ে ঢেকে দিয়ে আরও ১৫ মিনিট জ্বাল দিতে হবে।পুরো ১ ঘন্টা হলে ঢাকনা খুলে দেখবে শিরা ৪ ভাগের ১ ভাগ মত আছে।তখন আধ কাপ গরম পানি দিয়ে আরও ১০ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে জ্বাল দিয়ে নামিয়ে নিবেন।মিষ্টি ঐ বাসনেই পুরো ঠান্ডা করে নিবেন।১-২ ঘন্টা শিরায় থাকলে ভালো হবে।তারপর শিরা থেকে উঠিয়ে মাওয়া গড়িয়ে পরিবেশন করুন মজাদার চমচম।