উপকরণ:
নুডলস ৫০০
গ্রাম,
পেঁয়াজ ২
টি,
গাজর কুচি ১
কাপ,
সয়াসস ১
টেবিল চামচ,
ভিনিগার ১
টেবিল চামচ,
গোলমরিচ পরিমাণ
মতো,
লবণ পরিমাণ
মতো,
তেল পরিমাণ
মতো,
ডিম ৪
টি,
আদাকুচি ১
টেবিল চামচ,
শাকসুদ্ধ পেঁয়াজকুচি ৩ কাপ।
প্রণালী:
নুডলস সিদ্ধ করে নিন।কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে
ভাজুন।তারপর গাজর কুচি দিন। এবার এতে লবণ ও আজিনোমাটো ও গোলমরিচ দিয়ে নাড়ুন।তারপর
এতে নুডলস মেশান।এবার এতে ভিনিগার ও সয়াসস দিন।নেরেচেড়ে নামিয়ে নিন।আলাদা বাসনে ডিম
ফেটিয়ে ডিমের সঙ্গে আদাকুচি, শাকসুদ্ধ, পেঁয়াজকুচি দিয়ে মামলেট তৈরি করুন।মামলেটগুলো
লম্বা করে কেটে ডিসের উপর ছড়িয়ে দিন।
No comments:
Post a Comment