Monday, 21 May 2018

জামের শরবত

উপকরণ:
     জাম          ১ কাপ,
     পানি          ১ কাপ,
     চিনি           ১ টেবিল চামচ,
     লবণ           আধ চামচের একটু বেশি,
     লেবুর রস      ১ চা চামচ,
     কাঁচামরিচ       অর্ধেক,
     পুদিনাপাতা কুঁচি পরিমাণমতো।



প্রণালী:

     জামের বীজ ছাড়িয়ে নিন।বাকি সব উপকরণ আর জাম একসাথে ব্লেন্ড করে নিতে হবে।চাইলে ছেকে নিন না ছেকলেও হবে।ফ্রিজে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য।ঠান্ডা হলে ইফতারে পরিবেশন করুন।

No comments:

Post a Comment