Monday, 21 May 2018

শাহি পেস্তার শরবত

উপকরণ:
     দুধ                ১ লিটার,
     পেস্তা বাদাম         ১৫-২০ টি,
     সবুজ ফুড কালার    ২-৩ ফোটা,
     গোলাপজল          ১ টেবিল চামচ,
     জাফরাণ            সামান্য,
     চিনি              অধা কাপ।



প্রণালী:
     দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন।পেস্তা বাদাম বেটে নিন।এবার দুধ চুলায় দিয়ে তাতে চিনি, বাদাম বাটা, ফুড কালার ও গোলাপজল একসাথে দিয়ে ভালো করে মেশান।এবার কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।


No comments:

Post a Comment