Friday, 20 April 2018

পনির কাটলেট

উপকরণ:
     পনির              ২৫০ গ্রাম,
     পেঁয়াজ             ২ টি,
     আদাবাটা           ২ চা চামচ,
     ধনেপাতা কুচি       ১/২ কাপ,
     পাঁউরুটি                ২ স্লাইস,
     ভাজার জন্য তেল   পরিমান মতো,
     লবণ              পরিমাণ মতো,
     চিনি              পরিমাণ মতো।



প্রণালী:

পনির চটকে নিন।পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিন।পাঁউরুটি মাখা, আদাবাটা,ধনেপাতা কুচি, লবণ ও চিনি দিয়ে একটি ডিম ভেঙে দিয়ে ভলো করে মাখুন।তারপর কাটলেটের আকার গড়ে তেলে ভেজে গরম গরম পরিবেশণ করুন।

No comments:

Post a Comment