Sunday, 22 April 2018

কোকোনাট রাইস


উপকরণ:
     চাল              ১ কিলো,
     নরেকেল          আধ মালা,
     কাজু             ১০০ গ্রাম,
     কিসমিস          ১০০ গ্রাম,
     গরমমশলা        অল্প,
     লবণ             পরিমাণ মতো,
     চিনি             পরিমাণ মতে।


প্রণালী:
     চাল ধুয়ে সিদ্ধ করে ঠান্ডা হতে দিন।নারকেল কুরিয়ে সিদ্ধ চালের সাথে মিশিয়ে নিন।কড়াইতে তেল দিয়ে নারকেল মেশানো ভাত, গরমমশলা, চিনি লবণ মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করুন।
                    

No comments:

Post a Comment