উপকরণ:
বড় বড় আলু ২
কেজি,
লবণ পরিমাণ
মতো,
গুঁড়া গরমমশলা পরিমাণ মতো,
মরিচের গুঁড়ো পরিমাণ মতো।
প্রণালী:
আলু সিদ্ধ করে গরম অবস্থায় খোসা ছাড়িয়ে মিহি করে
মেখে নিন।সব মশলা ও লবণ মাখিয়ে ছোট ছোট লেচি কেটে নেবেন।প্রত্যেকটা লেচি হাত দিয়ে চেপে
দিন।হাত দিয়ে যতটা সম্ভব চাকতিটা পাতলা করে কড়া রোদ্দুরে শুকোতে দিবেন।
No comments:
Post a Comment