উপকরণ:
পানি ১/৩
গ্লাস,
নেসকফি ১
চামচ,
ব্রাউনসুগার ২
চামচ,
দুধ ১/৪
গ্রাস,
ক্রিম ৪
চামচ,
মধু ৪
চামচ,
চিনি ২/২
চামচ।
প্রণালী:
ফুটন্ত
পানি ১/৩ গ্রাস, ১ চামচ নেসকফ, ব্রাউনসুগার
২ চামচ এক সাথে মিলিয়ে কিছুক্ষন ফ্রিজে রাখতে হবে বা ঐ মিশ্রণের সাথে কিছু বরফ দিতে হবে।তারপর ১/৪ গ্লাস ভালো দুধ, ৪ চামচ ক্রিম, ১ চামচ মধু ও ২/২ চামচ চিনি দিয়ে দুটি
গ্লাসের সাহায্যে ফেটিয়ে নিতে হবে, এক গ্লাস থেকে অপর গ্লাসে ঢেলে।এতেই তৈরি হবে কোল্ড
কফি।
No comments:
Post a Comment